মুহাম্মদ আইয়ূব ● পুরো পৃথিবী করোনা ভাইরাস আতঙ্কে কাঁপছে। করোনার বিধ্বংসী ছোবল দেশকে দেশ শহরকে শহর তছনছ করে চলছে। জনসমাগম আর হৈ হুল্লোড়ে ভরা একেকটি শহর মৃত্যুপুরী আর ভুতুড়ে শহর পরিণত হচ্ছে। বিশ্বকে কাঁপিয়ে দেওয়া শাসক মহাশাসকরা করোনা আতঙ্কে কার্যত এক প্রকার বন্দী জীবন পার করছেন। ভালবাসা আর আন্তরিকতার প্রতীক মুসাফাহাকে এই ভাইরাস ছড়িয়ে যাওয়ার ভয়ে ঝেটিয়ে বিদায় করেছেন। ব্যবসা বানিজ্যে স্মরণকালের ভয়াবহ ধস নেমে আসছে। চিকিৎসা শাস্ত্রের নামি দামি রথী-মহারথী আর বিজ্ঞানীরা করোনার ভ্যাকসিন বানাতে ব্যর্থ হয়েছে। সস্তা সোশ্যাল মিডিয়া পেয়ে কেউ কেউ এখানে আবোল-তাবোল বকে তার মুনশিয়ানা জাহির করছে।
ঐদিকে বিশ্ব আবাল আর পাগল খ্যাত ভারতের হিন্দু মহাসভা করোনা ভাইরাস থেকে বাঁচতে জীবাণুযুক্ত গোবরের কেক আর গো মূত্রের পার্টির আয়োজন করছে। তাদের তালে তাল মিলিয়ে ভারতের বাজারে ছাড়া হয়েছে কাউপ্যাথী নামে গো মূত্রের স্যানিটাইজার। হায়রে ভারত! যা দেখালি দুনিয়াকে!! করোনা ভাইরাস আতঙ্কে পুরো পৃথিবীর যখন এই ত্রাহি ত্রাহি দশা ঠিক সেই মুহূর্তে সার্বজনীন সুষ্ঠু সুন্দর ও পূর্ণাঙ্গ ধর্ম ইসলাম দিল যুগান্তকারী এক সমাধান।
এই ভাইরাস দুনিয়াতে এমনি এমনি আসেনি, এটা হচ্ছে মানবজাতির পাপের ফসল। সুতরাং সবাই তার কৃত অপরাধের জন্য আল্লাহ পাকের দরবারে তওবা করে পাপ থেকে ফিরে আস। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ সুতরাং শুধু করোনা থেকে বাঁচতে নয় বরং নিজের ঈমানের অঙ্গ বাঁচাতে পরিচ্ছন্নতা আমৃত্যু ধরে রাখ। হাবিজাবি থেরাপি না নিয়ে উঠতে বসতে পড় ‘আল্লাহুমা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনী ওয়াল জুযামী ওয়া মিন সাইয়্যিল আসক্বাম’। আর আপন মালিক মহান আল্লাহর দিকে মনোনিবেশ কর সদা সর্বদার জন্য, ব্যস।
পাঠক! ইসলামের এই নির্দেশনা আর অন্যান্য ধর্মের করোনারোধী থেরাপি একটু কম্প্যায়ার করে দেখুন। মানব সত্তার জন্য যা কিছু কল্যানকর, রুচি ও সাস্থ্যের চাহিদা মাফিক, ইসলামের সকল বিধানে এর সুন্দর উপস্থিতি বিদ্যমান। আর সব কথার শেষ কথা হল আল্লাহর উপর পূর্ণ ভরসা যার আছে তার আবার কিসের ভয়?
লেখক: শিক্ষক ও প্রাবন্ধিক