শুক্রবার (১০ জুন) সকালে সাড়ে ৭টায় মতিঝিল বিআরটিসি কাউন্টার থেকে কলকাতার উদ্দেশ্যে শ্যামলী এনআর বাসটি ছেড়ে যায়।
এসময় বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, শ্যামলী এনআর ট্রাভেলসের চেয়ারম্যান রমেন্দ্রনাথ ঘোষ ও এমডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
কমলাপুর শ্যামলী এনআর থেকে জানা যায়, প্রথমদিনে বাসটি ৮ যাত্রী নিয়ে সরাসরি কলকাতার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। এছাড়া রাত ১০টায় আরেকটি বাস আগরতলা হয়ে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রতি শুক্রবার অথ্যাৎ চলতি মাসের ১৭ ও ২৪ জুন শ্যামলী এনআর বাস ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
করোনার কারণে ২০২০ সালের মার্চে বন্ধ হয়ে যায় বাংলাদেশ-ভারতের বাস যোগাযোগ। চলতি বছরের মার্চে এই সেবা ফের চালুর পরিকল্পনা থাকলেও ভিসা জটিলতায় তা বাস্তবায়ন করা যায়নি। এসব রুটে বিআরটিসির তত্ত্বাবধানে বাস চালায় বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান শ্যামলী পরিবহন।