নিউজ পোস্ট ৭১ ডেস্কডেস্ক
বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করে ওয়ানডে ক্রিকেটে নয়া ইতিহাস গড়ে ফেললেন বাবর। অধিনায়ক হিসাবে বিরাট কোহলির বিরল রেকর্ডও ভেঙে দিলেন তিনি। মুলতানে ৩০৬ রানের লক্ষ্য ছিল পাকিস্তানের। যা ৫ উইকেট হারিয়ে তুলে ফেলে পাকিস্তান। বাবর আজম করেন ১০৩ রান। মেরেছেন ৯টি চার। তবে বাবরের ইনিংসে কোনও ছয় নেই। ১৭ তম শতরান করার পথে ৯টি চারের পাশাপাশি সিঙ্গেল ও ডাবল রান নিয়েছেন তিনি।
আর রেকর্ড? বিশ্বের প্রথম ব্যাটার হিসাবে ওয়ানডে ক্রিকেটে দুই বার পরপর তিনটি শতরান করলেন বাবর আজম। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর ১১৪ এবং ১০৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এর আগে ২০১৬ সালেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর তিনটি সেঞ্চুরি করেছিলেন তিনি।
ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে দ্রুততম ১০০০ রানের মালিক ছিলেন বিরাট। তিনি নিয়েছিলেন ১৭ ইনিংস। কিন্তু সেই রেকর্ড বাবর ভেঙে দিলেন। মাত্র ১৩ ইনিংসে করে ফেললেন হাজার রান।