মানিকগঞ্জ লাইভঃ “গুড টেস্ট, গুড মাইন্ড” স্লোগানে মানিকগঞ্জের হরিরামপুরে উদ্বোধন হলো বাজিগর কিচেন নামের একটি ভ্রাম্যমান ফাস্টফুডের দোকান। পদ্মাপাড়ের কয়েকজন উদ্যোমী তরুনের যৌথ উদ্যোগ বাজিগর কিচেন।
স্থানীয় উপজেলা পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে আজ (১০ই জুন, শুক্রবার) বেলা ১২টায় হরিরামপুরের জনপ্রিয় ব্যক্তিত্ব তৈয়বুল আযহার উজ্জল কিচেনটির উদ্বোধন করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পদ্মাপাড়ে বাজিগর কিচেনে ভোজনবিলাসী মানুষের ভিড়।
জানা যায়, এই ভ্রাম্যমান কিচেনের জন্য যে গাড়িটি তৈরী করা হয়েছে সেটি ইতিমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
বাজিগর কিচেনের অন্যতম উদ্যোক্তা সোহেল আহমেদ বলেন, চারিদিক ভেজাল খাবারে সয়লাব হয়ে যাচ্ছে। আমরা মূলত সামাজিক দায়বদ্ধতা থেকে এরকম একটি উদ্যোগ নিয়েছি। পদ্মাপাড়ের মানুষের দ্বারে দ্বারে নির্ভেজাল ও ফ্রেশ খাবার পৌঁছে দেয়াই বাজিগর কিচেনের আসল উদ্দেশ্য।