পাকিস্তানে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে দেশটির সরকার। দেশটিতে ক্যাটাগরি ভেদে পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ানো হয় ১৫ থেকে ১৮ রুপি পর্যন্ত। এতে করে প্রতি লিটার পেট্রোলের মূল্য গিয়ে পৌঁছে প্রায় ২৪৯ রুপিতে।
গতকাল বৃহস্পতিবার পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, আজ ১ জুলাই থেকে পেট্রোলের দাম হবে ২৪৮.৭৪ রুপি প্রতি লিটার। হাই স্পিড ডিজেল পাওয়া যাবে লিটার প্রতি ২৭৬.৫৪ রুপি দরে। কেরোসিনের দাম বেড়ে হয়েছে ২৩০.২৬ রুপি লিটার।
শাহবাজ শরীফের নেতৃত্বে জোট সরকার আসার পর চারবারে পেট্রোলের দাম ৮৪ রুপি বাড়ানো হলো।