অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে পদ্মা সেতুর নামে। টেস্ট সিরিজের প্রেজেন্টেড স্পন্সর বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়ালটন। সিরিজের আনুষ্ঠানিক নাম ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিল্ড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’ অফিসিয়াল লোগোতেও ঠাঁই পেয়েছে পদ্মা সেতু।
বিদেশ সফরে টাইগারদের প্রতিপক্ষের থেকে বেশি লড়তে হয় প্রতিকূল আবহাওয়ার বিরুদ্ধে। এবার উইন্ডিজ সফরে নিজেদের কাজটা সহজ হবে না সাকিব বাহিনীর। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সিরিজ শুরুর আগে মানিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে সফরকারীরা।
গতকাল রাতে এক ভিডিও বার্তায় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছি। এখানে বাতাসের প্রবাহ থাকবে কিছুটা, বল ঘোরানোর ব্যাপারে অভ্যস্ত হতে হবে আমাদের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত ১৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ। জয় ৪টি, হার ১০টি ও ড্র ২টিতে।