বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ সচিব আবদুর রউফ তালুকদার। আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের নোটিশে এ কথা জানানো হয়েছে।
জানা যায়, আগামী ৪ জুলাই থেকে গভর্নর হিসেবে তার কর্মকাল শুরু হবে।
আবদুর রউফ তালুকদার ১৯৮৮ সালের ফেব্রয়ারি মাসে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। চাকরি জীবনে সরকারি তহবিল ও অর্থনৈতিক ব্যবস্থাপনা সংক্রান্ত অনেকগুলো পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
১৮ বছরের বেশি সময় অর্থ বিভাগে কর্মরত ছিলেন আবদুর রউফ তালুকদার। এ সময়ে তিনি বাজেট সংস্কার, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, সরকারি অর্থ ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন।
২০১৮ সালে তিনি অর্থ সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত হন।১৯৬৪ সালের আগস্টে জন্ম গ্রহণকারী আবদুর রউফ তালুকদার যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে মাস্টার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেছেন।