উত্তরপূর্বের দুই রাজ্য আসাম ও মেঘালয়ের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। দুই রাজ্যে বন্যা ও ভূমিধ্বসে মৃত্যু বেড়ে ৪২ জনে পৌঁছেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৩০ লাখে পৌঁছেছে; উদ্ধার অভিযানে সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে।
আসামে প্রতিদিন ডুবছে গ্রামের পর গ্রাম। পানিতে তলিয়ে যাচ্ছে বসতবাড়ি থেকে চাষের জমি। এবারের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত আসামে ২৪ ও মেঘালয়ে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে এনডিটিভি। বন্যার পানিতে তলিয়ে নিখোঁজ রয়েছেন আরও ৮ জন। সব মিলিয়ে বন্যাবিধ্বস্ত প্রায় ৩১ লাখ মানুষ।
বন্যায় মৃতদের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।
শনিবার বন্যা পরিস্থিতি জানতে আসামের মুখ্যমন্ত্রী হৈমন্ত বিশ্বশর্মাকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে সকল ধরণের সাহায্যের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।