সোমবার রাতে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বদরগঞ্জ উপজেলার দিলালপুরে ৫টি পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মনুষ্যত্বের খোঁজে’র সদস্যগন। এসময় সংগঠনের নিজস্ব তহবিল থেকে পূজা উদযাপন কমিটিকে আর্থিক সহযোগিতাও করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনের সভাপতি জিয়ারুল হক বলেন, গত বারের ন্যায় এইবারেও আমরা বিভিন্ন পূজা মন্ডপে যাচ্ছি। যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করছি। মনুষ্যত্বের খোঁজে সংগঠনটি সামাজিক দায়বদ্ধতা ও অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাস থেকেই এইধরনের কর্মকান্ড পরিচালনা করে আসছে, ভবিষ্যতেও চলমান রাখবে।
মনুষ্যত্বের খোঁজে’র সাধারন সম্পাদক এস.এম ফয়সাল কবির বলেন, আমাদের সংগঠন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। মুসলিম-হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টানদের নিয়ে আমরা বাঙ্গালি জাতি। বহুকাল ধরে আমরা দিলালপুরের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে বসবাস করে আসছি। আমাদের এই মেলবন্ধন নষ্ট করার জন্য একটা শ্রেনী সবসময় তৎপর থাকে, তাই সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
পূজা মন্ডপ পরিদর্শনে আসায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সদস্যদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।