সামান্থা রুথ প্রভুকে নিয়ে চর্চার অন্ত নেই। এমনিতেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সামান্থা। তবে ফ্যামিলি ম্যান সিজন ২ এবং পুষ্পার গানে ওইরকম প্যারফরম্যান্সের পর কাশ্মীর টু কন্যকুমারী এখন সামান্থার জনপ্রিয়তা।
‘পুষ্পা’-র সাফল্যের পর নাকি পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছন সামান্থা। শোনা যায় সামান্থার সম্পত্তির পরিমাণ ফেল পড়াবে বিটাউনের প্রথম সারির নায়িকাদের। কিন্তু এই এত নাম ডাক যশ একদিনে হয়নি সামান্থার।
অনেক অল্প বয়স থেকে কাজ করতে শুরু করেন সামান্থা। অভিনেত্রী তাঁর জীবনের প্রথম কাজ যেখান থেকে তাঁর আয় করা শুরু। সেই সময় সামান্থা ছিলেন স্কুলে। অভিনেত্রী প্রায় আট ঘণ্টা হোস্টেস দায়িত্বে কাজ করার পর পেয়েছিলেন ৫০০ টাকা। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের ছোটবেলার ফিরে গেলেন অভিনেত্রী।