আগামী মঙ্গলবার (২১ জুন) সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে তিনি এ সফরে যাবেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
রবিবার (১৯ জুন) ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী সিলেট যাবেন এটা জানি, তবে এখনও সময় চূড়ান্ত হয়নি।’
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ওইদিন সকালে হেলিকপ্টারযোগে সিলেট যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। একইসঙ্গে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মসূচিতে অংশ নেবেন।