সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠন “মনুষ্যত্বের খোঁজে’র পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৮ সেপ্টেম্বর ) সকাল ১১টায় মনুষ্যত্বের খোঁজে’র সদ্য বিদায়ী সভাপতি জিয়ারুল হকের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় রবিউল ইসলামকে সভাপতি ও ফয়সাল কবিরকে পূনরায় সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সংগঠনের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ শাহিন সরদার, জিয়ারুল হক ও মোঃ লিটন শাহ্ ৩৩ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন। সভা শেষে সদ্য বিদায়ী সভাপতিকে নতুন কমিটির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
সদ্য বিদায়ী সভাপতিকে সংবর্ধনা
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি আবু হায়াত ও আরিফ উজ্জামান আমান, যুগ্ম সাধারন সম্পাদক মারজানুর রহমান ও মিলন সরদার, সাংগঠনিক সম্পাদক শাহানুর ইসলাম, রিপন রায় ও বুলবুল আহমেদ, অর্থ সম্পাদক ইমরান সরদার, দপ্তর সম্পাদক ইউনুছ কোরানী, প্রচার সম্পাদক কমল কৃষ্ণ রায়, সাংস্কৃতিক সম্পাদক দোলন বিশ্বাস, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কৃষ্ণ দাস, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আরমান সরদার, পরিবেশ-ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সন্তোষ রায়, ক্রীড়া বিষয়ক সম্পাদক ধনঞ্জয় রায়, স্বাস্থ্য ও সেবা বিষয়ক সম্পাদক বখতিয়ার কুঠিয়াল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোকলেছার রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তহিদুল ইসলাম।
সদস্য- তালুকদার ইসলাম, জুয়েল মন্ডল, রেজাউল হক, প্রশান্ত দাস, দিপক রায়, আব্দুল কুদ্দুছ, সুরুজ উদ্দিন (সম্রাট), সৌরভ সরকার, বায়েজিদ ওসমানী, শরিফুল ইসলাম মন্ডল, শাহিন সরকার, আকিবুল ইসলাম ও মানিক প্রামানিক।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসাবে মিজানুর রহমান আপেল, শরিফুল ইসলাম, জিনিয়ার সরদার, রাকিব কুঠিয়াল ও টিপিন রায় মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই মনুষ্যত্বের খোঁজে নামক সংগঠনটি সুনামের সাথে নানা ধরনের সামাজিক উন্নয়নে সেবা মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।